চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৯২ এইচএসসি পরীক্ষার্থী পেল নতুন বই

বান্দরবান প্রতিনিধি

২০ আগস্ট, ২০২৩ | ১:২১ অপরাহ্ণ

পার্বত্য জেলা বান্দরবানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২৯২ জন এইচএসসি পরীক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিলেন জেলা প্রশাসক। রবিবার (২০ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা শহরের কলেজ, ভোকেশনাল ইনস্টিটিউট ও মাদ্রাসার আলিম শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণ করা হয়।

 

এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফরিদুল আলম হুসাইনি, প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ।

 

জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, সাম্প্রতিক পাহাড়ি ঢল ও বন্যায় বান্দরবানের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। শিক্ষার্থীদের বই নষ্ট হয়েছে। এর মধ্যে বিশেষ করে বন্যার পানিতে বই নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে তাদের নতুন বই দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে ১৫৯ জন ও সাত উপজেলার উচ্চ মাধ্যমিক পর্যায়ের মোট ২৯২ জন পরীক্ষার্থীকে নতুন বই দেওয়া হচ্ছে।

 

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বন্যা এবার জেলা সদর ও লামার স্কুলগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট