কাজের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের মামলায় কয়েক ঘণ্টার মধ্যেই ৪ যুবককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের বাগদা থানা পুলিশ।
শুক্রবার (১৮ আগস্ট) রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার মনটোপ্লা গ্রামে ঘটনাটি ঘটে।
গ্রেপ্তাররা হল- সনজ বৈরাগী, প্রমথ মন্ডল, হিরো দাস এবং প্রদীপ বিশ্বাস। তারা বাগদা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতায় কাজ দেওয়ার নামে বাংলাদেশের ৩ কিশোরীকে ভারতে নিয়ে আসে দালালরা। প্রথমে বাংলাদেশি এক দালাল চোরাই পথে সীমান্ত পার করে দেয়। বৃহস্পতিবার রাতে বাগদা সীমান্ত পার হওয়ার পর ভারতীয় এক দালালের হাতে পড়ে তারা।
ওইদিন তাদের বাগদার হেলেঞ্চা এলাকার একটি নির্জন পোল্ট্রি ফার্মে রাখা হয়। কথা ছিল, তাদেরকে কলকাতায় কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। দালালদের কথায় ভরসা করে তাদের কথামত বাগদা এলাকায় আশ্রয় নেয় তিন কিশোরী। রাতে ভারতীয় দালাল তার আরও ৩ সহযোগীকে নিয়ে একজনকে ধর্ষণ করে। নির্জন এলাকায় চিৎকার শুনে স্থানীয়রা বাগদা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করে।
শুক্রবার দুপুরে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে তারা। অভিযোগের ভিত্তিতে পুলিশ ৪ যুবককে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ