চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

আনোয়ারায় শোক সভায় এসে আওয়ামী লীগ নেতার মৃত্যু, ভূমিমন্ত্রীর শোক

আনোয়ারা সংবাদদাতা

১৮ আগস্ট, ২০২৩ | ১০:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের স্মরণসভায় এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগ সভাপতি মুহাম্মদ হেফাজুর রহমান(৪৫)। তিনি স্থানীয় মৃত খলিলুর রহমানের ছেলে।

 

শুক্রবার (১৮ আগস্ট) বিকালে উপজেলার কালাবিবির দিঘির মোড়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

 

হেফাজুর রহমানের মৃত্যুতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহের হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস.এম আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, বরুমছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সেলিম গভীর শোক প্রকাশ করেন। সভা শেষে ভূমিমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমানকে দেখতে যান এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী বলেন, হেফাজুর রহমান মিছিল নিয়ে স্মরণসভায় এসে কিছুক্ষণ পর হৃদরোগে আক্রান্ত হন। এ সময় সহকর্মীরা তাকে আনোযারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পূর্বকোণ/সুমন/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট