চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলা নস্যাৎ করার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

১৮ আগস্ট, ২০২৩ | ১:৩৪ অপরাহ্ণ

কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের নৌ ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়ায় দাবি করেছে মস্কো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার রাতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী মনুষ্যবিহীন সামুদ্রিক নৌকা দিয়ে আক্রমণ করার একটি ব্যর্থ চেষ্টা করা হয়েছে। রুশ জাহাজগুলো সেভাস্তোপলের ২৩৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কৃষ্ণ সাগরের দক্ষিণ-পশ্চিম অংশে নৌচলাচল নিয়ন্ত্রণে কাজ করছিল।

মন্ত্রণালয় বলছে, ড্রোনটি তার লক্ষ্যে পৌঁছানোর আগেই পাইটলিভি এবং ভ্যাসিলি বাইকভ টহল জাহাজ এটিকে ধ্বংস করে দেয়।

এদিকে মস্কোর ওপর একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন।

তিনি বলেন, ‘মস্কোতে বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ড্রোন ধ্বংস করেছে। ইউএভির ধ্বংসাবশেষ এক্সপো সেন্টারের এলাকায় পড়লেও এতে উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন