মিয়ানমারের উত্তরাঞ্চলে জেড পাথরের একটি খনিতে ভূমিধসের পর অন্তত ৩০ জন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। দেশটির কাচিন রাজ্যের পাহাড়ি শহর হ্পাকান্তে বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে লাভজনক জেড পাথরের খনিগুলো রয়েছে।
একই এলাকায় ২০২০ সালের জুলাই মাসে ভূমিধসে অন্তত ১৬২ জনের মৃত্যু হয়। তার আগে ২০১৫ সালে ভূমিধসের অন্য একটি ঘটনায় ১১০ জনের বেশি মানুষ প্রাণ হারান। বর্ষা মৌসুমের কারণে জেড পাথরের খনিতে বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে। কিন্তু স্থানীয় অনেকে নিজেরাই মাটি খুঁড়ে পাথর বের করেন।
এ ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজনও বলেছেন, বিশালাকৃতির একটি মাটির দেয়াল, পাথর এবং বানের পানির তোড়ে নিচে যারা জেড পাথর খুঁজছিলেন তারা ভেসে যান।
পূর্বকোণ/আরআর/পারভেজ