মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শহিদুল্লাহকে (৫০) ১০ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (১৩ আগস্ট) নগরীর চাদগাঁও থানাধীন কালুরঘাট ইস্পাহানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শহীদুল্লাহ ফেনীর গিল্লাবাড়িয়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে।
র্যাব জানায়, ফেনীতে মাদকের ব্যবসা করতো শহীদুল্লাহ। ২০১৩ সালের ৪ এপ্রিল ফেনী সদরের গিল্লাবাড়িয়া সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহকালে ২১ বোতল ফেন্সিডিলসহ বিজিবি তাকে গ্রেপ্তার করে। পরে বিজিবির টহল কমান্ডার বাদী হয়ে শহিদুল্লাহকে আসামি করে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মামলা রুজুর ৬ মাস পর জামিনে বের হয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় সে। দীর্ঘদিন আদালতে হাজিরা না দেওয়ায় আসামির অনুপস্থিতে পুলিশের তদন্ত প্রতিবেদন এবং ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে শহিদুল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৩ আগস্ট) কালুরঘাটের ইস্পাহানি এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শহীদুল্লাকে গ্রেপ্তার করা হয়।
পূর্বকোণ/পিআর/এএইচ