চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

রাউজানে বৃদ্ধাশ্রমের বাইরে অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু

রাউজান সংবাদদাতা

১৪ আগস্ট, ২০২৩ | ১০:৪৬ অপরাহ্ণ

বৃদ্ধাশ্রমে পৌঁছেও ঠাঁই হলো না ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক মহিলার। বৃদ্ধাশ্রমের বাইরে দুই ব্যক্তি ফেলে রাখার প্রায় ৫ ঘণ্টা পর আমেনা-বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের (বৃদ্ধাশ্রম) বাইরেই মারা গেলেন সেই মহিলা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে মর্গে রেখেছেন।

 

সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের রাউজান নোয়াপাড়ায় আমেনা-বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের (বৃদ্ধাশ্রম) সামনে এ ঘটনা ঘটে।

 

বৃদ্ধাশ্রমের তত্ত্বাবধায়ক মো. ফারুক বলেন, সোমবার সকাল সাড়ে ৬টায় দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি শহরের দিক থেকে সিএনজিচালিত অটোরিকশা করে ৫৫ বছর বয়সী এ বৃদ্ধাকে নিয়ে আসে। তখন ওই মহিলার মুমূর্ষু অবস্থা। তাদেরকে মহিলাটির দুইজন পরিচিত ব্যক্তি, কাউন্সিলর সার্টিফিকেট, ছবিসহ অন্যান্য নিয়ম মেনে মহিলাকে এখানে ভর্তি করাতে বলেছিলাম। সে কথা বলার পরই ওই দুই ব্যক্তি মহিলাটিকে বৃদ্ধাশ্রমের বাইরে রেখে পালিয়ে যায়। বৃষ্টি পড়ায় ওই মহিলাকে বৃদ্ধাশ্রমের আঙ্গিনায় (মূল ফটক তথা গ্রিলের বাইরে) তুলে রাখা হয়েছিল। সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

 

পার্শ্ববর্তী নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ টুটুন মজুমদার বলেন, ‘অজ্ঞাতনামা ওই মৃত মহিলাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহ এখন মর্গে রয়েছে।’ এদিকে সন্ধ্যায় এই ঘটনার তদন্তে পিবিআই’র একটি দল নোয়াপাড়ায় আমেনা-বশর পুনর্বাসন কেন্দ্রে আসেন।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট