চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে শিক্ষার্থী ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের আমৃত্যু কারাদণ্ড

অটোরিকশা বিক্রয়ে মালিকানা নিয়ে তালবাহানা, মামলা সার্জেন্টের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৩ | ১০:২৫ অপরাহ্ণ

সিএনজি অটোরিকশা বিক্রির পর মালিকানার সঠিক কাগজপত্র না দিয়ে তালবাহানার অভিযোগে মোস্তাফিজুর রহমান নামে এক ট্রাফিক পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার (১৩ আগস্ট) চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে মামলাটি করেন আবদুল্লাহ আল মামুন নামের এক ব্যবসায়ী। আদালত আগামী এক মাসের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, বিক্রয় ডটকমে একটি সিএনজি অটোরিকশা বিক্রির বিজ্ঞাপন দেখে মোস্তাফিজুর রহমান অভিযুক্ত ট্রাফিক পুলিশ সার্জেন্টের সঙ্গে যোগাযোগ করেন ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন। পরে গত ১ মে নগরীর চান্দগাঁও আরাকান রোড এলাকায় দোকানে এসে পুলিশ সার্জেন্ট গাড়িটির মুল্য বাবদ ৬ লাখ ৩০ হাজার নগদে নেন। কিন্তু সিএনজি অটোরিকশা বিক্রি করে মালিকানার সঠিক কাগজপত্র দেননি তিনি। গত ২০ জুলাই বিআরটিএ’তে গাড়ির টেক্স টোকেন আপডেট করাতে গেলে গাড়ির কাগজপত্র রুবেলের নামে থাকলেও সেখানে মালিকের নাম মিন্টু হাওলাদার দেখতে পান মামুন। বিষয়টি সার্জেন্ট মোস্তাফিজকে জানালে তিনি দ্রুত সমাধানের আশ্বাস দেন। কিন্তু সেই আশ্বাসের পরও তিনি কালক্ষেপণ করতে থাকেন। এছাড়া সার্জেন্ট মোস্তাফিজকে গাড়িটি পরিবর্তন করে দিতে বললে তাতেও তিনি রাজি হননি। এরপর গত ১০ আগস্ট গাড়ি কেনার টাকা ফেরত চাইলে উল্টো  হুমকি দেন মামুনকে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট এরফানুল হক জানান, সিএনজি অটোরিকশা বিক্রি করে মালিকানার সঠিক কাগজপত্র না দেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান নামে এক ট্রাফিক পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়। আদালত শুনানি শেষে বাদীর বক্তব্য গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট