চট্টগ্রাম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

ডেঙ্গুতে চট্টগ্রামে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৩ | ৮:৩০ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ৯২ জন রোগি হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

সোমবার (১৪ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

 

ডেঙ্গুতে নগরীর পাঁচলাইশ এলাকার ইদ্রিস মিয়া (৫৫), মোহাম্মদপুরের সানজিদা আক্তার (৩৪) এবং রাউজানের গরিরা ইউনিয়নের সিতারা জাহান (৫৩) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মারা গেছেন। এর মধ্যে সানজিদা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকিরা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামে এ পর্যন্ত ৩৬ জন মারা গেছেন। চলতি বছর হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৪ হাজার ১৪৫ জন।

 

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৬৫ এবং বেসরকারি হাসপাতালে ২৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৭১ জন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট