চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাউজানে গাছের টুকরো পড়ে আহত যুবকের মৃত্যু

রাউজান সংবাদদাতা

১৩ আগস্ট, ২০২৩ | ৯:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে গাছ কাটার পর টুকরো সংগ্রহ করে আনতে গিয়ে আছড়ে পড়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শহীদুল ইসলাম (২৬) নামে এক যুবক।

 

রবিবার (১৩ আগস্ট) সকাল ১২টার দিকে উপজেলার চিকদাইরে এই ঘটনা ঘটে।

 

নিহত শহিদুল ইসলাম রাউজানের চিকদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হানাজ চৌধুরী বাড়ির মৃত আবদুল হামিদের ছেলে।

 

স্থানীয়রা জানান, রাউজানের চিকদাইরে বন্যায় ক্ষতিগ্রস্ত একটি শিশুগাছ কেটে তা নিয়ে আসার সময় অসাবধানতাবশত পা পিছলে গাছের টুকরোসহ পড়ে গেলে শরীরে প্রচণ্ড আঘাত পান। গুরুতর আহত শহীদুল ইসলামকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোহাম্মদ হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি মর্মান্তিক।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট