চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

রুয়েটের নতুন উপাচার্য চুয়েটের অধ্যাপক জাহাঙ্গীর আলম

অনলাইন ডেস্ক

১৩ আগস্ট, ২০২৩ | ৪:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক জাহাঙ্গীর আলমকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য করা হয়েছে।

 

রবিবার (১৩ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৩ এর ১০ (১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ’র মেয়াদ শেষ হয় গত বছরের ৩০ জুলাই। এর একদিন পর উপাচার্যের রুটিন দায়িত্ব পান ফলিতবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন ড. সাজ্জাদ হোসেন। তবে নিয়মিত উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থবির হয়ে পড়ে। ফলে পদোন্নতি ও শিক্ষা কার্যক্রম সচলের দাবিতে নতুন উপাচার্য নিয়োগের জন্য আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট