চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে সাঁতার শেখার সময় পানিতে ডুবে শুভানন্দ (১৭) নামের এক বৌদ্ধ শ্রমণের মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার পূর্ব আমুচিয়া ধর্মদূত বিহারে এ ঘটনা ঘটে।
নিহত শুভানন্দ কক্সবাজারের উখিয়া উপজেলার শৈলের ডেবা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের রনজিত বড়ুয়ার ছেলে।
আমুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজল দে বলেন, বিহারের পাশের পুকুরে ফুটবল ধরে সাঁতার শেখার সময় বৌদ্ধ শ্রমণ শুভানন্দ পানিতে তলিয়ে যায়। বোয়ালখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন জাল দিয়ে পৌণে ৪টার দিকে শুভানন্দের লাশ উদ্ধার করে।
বিহারাধ্যক্ষ রত্নজিত ভিক্ষু বলেন, গত ৩ দিন ধরে ধর্মদূত বিহারে অবস্থান করছে শ্রমণ শুভানন্দ। সে সাঁতার জানত না। এলাকার বাচ্চাদের পুকুরে ফুটবল ধরে সাঁতার কাটতে দেখে শুভানন্দও সাঁতার শিখতে চেয়েছিল।
পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ