চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

‘মায়ের সঙ্গে অভিমান’, ২৩ দিন পর বাড়ি ফিরল শিশু আবিদ

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২৩ | ৯:৫৭ অপরাহ্ণ

অবশেষে খোঁজ মিলল রাঙামাটির সদর হাসপাতাল এলাকা থেকে নিখোঁজ শিশু মোবাশশিরুল ইসলাম আবিদের (১২)। নিখোঁজের ২৩ দিন পর কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়াচড়া শিল্প এলাকায় তাকে পাওয়া গেছে। পরে বৃহস্পতিবার (১০ আগস্ট) স্থানীয়দের সহযোগিতায় বাবা রাশেদুল ইসলামের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। 

আবিদকে পাওয়া স্থানীয় মোহাম্মদ আলম বলেন, আমি কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের মাস্টার রুলে চাকরি করি। সম্প্রতি আমি ওমরা থেকে আসলে বোনের বাড়ির লোকজন আমাকে দেখতে আসে। তখন আমার বোনের সঙ্গে ১২ বছরের একটি ছেলেও আসে। বোনকে জিজ্ঞেস করি ছেলেটা কে? সে বলল- তার পাশের বাসায় আশ্রয় নিয়েছে। পরে রাতে গণমাধ্যমে একটি ছেলে হারানোর সংবাদ দেখি। সেখানে দেওয়া ছবি দেখে আমি ছেলেটির বাবাকে ফোন করি। তবে ওইদিন তিনি ফোন ধরেননি। পরে ছেলেটির বাবা সকালে ফোন ব্যাক করে এবং তার ছবি তুলে পাঠাতে বলে। তারপর ছবি তুলে পাঠালে ছেলের বাবা আমাদের অনুরোধ করেন তিনি না আসা পর্যন্ত আমরা যেন ছেলেটাকে রেখে দিই। বিষয়টি আবিদ বুঝতে পেরে চলে যেতে চাইলে আমরা ঘটনা জানতে চাই। এক পর্যায়ে সে বলে মায়ের সঙ্গে রাগ করে সে কক্সবাজার চলে এসেছে।

আবিদের বাবা রাশেদুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বকোণকে বলেন, আমি ছেলেকে নিয়ে চট্টগ্রামে ফিরছি। সে তার মায়ের ব্যাগ থেকে কিছু টাকা নিয়ে গত ১৯ জুলাই ঘর থেকে বের হয়ে গিয়েছিল। পরে আমি রাঙামাটি ও চট্টগ্রামের কোতোয়ালী থানায় জিডি করেছিলাম। ঘর থেকে বের হয়ে সে কয়েকদিন মসজিদে ছিল। পরে সে কক্সবাজারে একটি চায়ের দোকানে চাকরি করে এবং সে ছোট দেখে যে ঘরে ছিল তারা দোকান থেকে নিয়ে গিয়ে আশ্রয় দিয়েছে। আমার ছেলে পেয়েছি এটাই বড় কথা।

পূর্বকোণ/রাজিব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট