চট্টগ্রাম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

একাদশে দেড় শ আসন বেড়েছে দুই সরকারি কলেজে

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২৩ | ১২:৪০ অপরাহ্ণ

নগরীর দুই সরকারি কলেজের বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে ১৫০টি আসন বাড়ানো হয়েছে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগে ১১০টি ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১০টি এবং চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগে ৩০টি আসন বাড়ানো হয়েছে। গতকাল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. জাহেদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

 

শিক্ষাবোর্ডের কলেজ শাখা সূত্রে জানা যায়, চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগে আসন ৪২০ থেকে বৃদ্ধি করে ৪৫০ করা হয়েছে।

 

অন্যদিকে, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগে আসন ৯০ থেকে বৃদ্ধি করে ২০০ ও ব্যবসার শিক্ষা বিভাগে আসন ৯০ থেকে বৃদ্ধি করে ১০০ করা হয়েছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন