চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মাঈনী নদীন পানি বৃদ্ধি পেয়ে ডুবে গেল দিঘীনালার মেরুং এলাকা।

খাগড়াছড়িতে আরও এলাকা প্লাবিত, দিঘীনালা-লংগদু সড়কে যান চলাচল বন্ধ

খাগড়াছড়ি সংবাদদাতা

৮ আগস্ট, ২০২৩ | ৬:০৩ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার চেঙ্গী নদী ও দিঘীনালা উপজেলার মাঈনী নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। টানা বর্ষণে মাঈনী নদীর পানি বৃদ্ধি পেয়ে পাহাড়ি ঢলে দিঘীনালা মেরুং-লংগদু সড়ক পানিতে ডুবে গেছে। ফলে এ সড়কে আজ মঙ্গলবার (৮ আগস্ট) সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

 

মেরুং ইউনিয়নের একমাত্র বাজারটিও এখন পানির নিচে। জেলা সদর ও দিঘীনালা উপজেলার কবাখালী, মেরুং এলাকায় ছয় শতাধিক বাড়িঘর পানিতে প্লাবিত।

 

দিঘীনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরফাতুল আলম জানান, মাঈনী নদীর পানি বৃদ্ধি পেয়ে এখানকার নিম্নাঞ্চল প্লাবিত। এখানে ২১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে ১০০টি পরিবার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এদেরকে প্রশাসনের পক্ষ থেকে সুপেয় পানি ও খাদ্য সামগ্রী সহায়তা দেওয়া হচ্ছে। এদিকে জেলা সদরে চেঙ্গী নদীর পানি আরো বেড়ে গিয়ে নতুন করে গঞ্জপাড়া, ফুটবিল, গোলাবাড়ি এলাকা প্লাবিত হয়েছে। জেলার শালবাগান, কুমিল্লাটিলা, সবুজবাগ, ইসলামপুসহ বিভিন্ন স্থানে পাহাড় ধসের সৃষ্টি হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ জেলায় এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট