চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

ফটিকছড়িতে কাঠ সংগ্রহ নিয়ে দ্বন্দ্ব, দু’গ্রুপের ‌‘সংঘর্ষে’ প্রাণ গেল যুবকের

নাজিরহাট সংবাদদাতা

৮ আগস্ট, ২০২৩ | ১২:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে দু’পক্ষের বিরোধের জের ধরে নয়ন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় বেলাল (২৮) নামে এক যুবক আহত হয়েছে। নিহত নয়ন দক্ষিণ খিরাম এলাকার ৮ নম্বর ওয়ার্ডের জাবেদুল আলমের ছেলে। 

 

সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টায় ধর্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আধারমানিক গ্রামের কুলালপাড়া সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

একাধিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে সর্তা খালের উজান থেকে পানির সঙ্গে কিছু দামি কাঠ ভেসে আসছিল। এসব কাঠ সংগ্রহ করতে খালের কমিটিহাট অংশে ১৫-২০ জনকে নিয়ে নয়ন গিয়েছিল। কিন্তু কমিটিহাট এলাকার আরও কয়েকজন যুবক এসব কাঠ সংগ্রহ করতে যায়। এ সময় কাঠ সংগ্রহ করা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অপরপক্ষ নয়নকে ৩০ হাজার টাকা নিয়ে চলে যেতে বলে। কিন্তু নয়নরা রাজি না হলে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া তাদের মধ্যে বালিমহ নিয়ে ঝামেলা চলছিল।

 

কিরাম ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ বলেন, ঘটনাটি শুনেছি। তবে নিহত যুবক আমার এলাকার হলেও ঘটনাস্থল ধর্মপুর।

 

ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মাহমুদ বলেন, রাতে ঘটনা শুনেছি। পুলিশকে খবর দেওয়ার পর তারা এসে লাশ উদ্ধার করেছে।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, খবর পেয়ে রাতে লাশ উদ্ধার করা হয়। দু’গ্রুপের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। নিহতের মাথা থেঁতলে গেছে, কোমড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট