চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

চকরিয়ায় পাহাড়ধসে মাটিচাপায় দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৭ আগস্ট, ২০২৩ | ৯:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ভারিবর্ষণে পাহাড়ধসে মাটির দেয়াল ভেঙ্গে চাপা পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

সোমবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে চকরিয়াসহ কক্সবাজারে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে রবিবার (৬ আগস্ট) রাত থেকে অব্যাহত ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বরইতলী ইউনিয়নসহ চকরিয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার বিকালে বরইতলী ইউনিয়নে দুর্গম পাহাড়ি এলাকা বড়ঘোনায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

 

তিনি আরও বলেন, পাহাড়ধসে দেওয়াল ভেঙে মাটি চাপা পড়ে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির দুই শিশু সন্তান আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট