চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

‘রিজভীকে মাফ করে দেওয়া হোক’, মামলার পর হিরো আলম

অনলাইন ডেস্ক

৭ আগস্ট, ২০২৩ | ৩:৩২ অপরাহ্ণ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে মাফ করে দিতে বললেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

 

রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করার পর এজলাস থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অন্যদের সতর্ক করতেই মামলাটি করেছেন বলেও জানান হিরো আলম।

 

হিরো আলম বলেন, রিজভী আমার বাপের বয়সী, তাকে মাফ করে দেওয়া হোক। মানুষ মাত্রই ভুল হয়, এজন্য আমি মামলা করতে চাইনি। তবে ভবিষ্যতে যেন আওয়ামী লীগ-বিএনপির কোন লোক আমাকে নিয়ে বকাবকি করে কথাবার্তা না বলে, তাই আমি আদালতে এসেছি। ভবিষ্যতে আমাকে গালিগালাজ করলে আমি কাউকেই ছাড় দিবো না।

 

এর আগে সোমবার (৭ আগস্ট) দুপুর ১২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন হিরো আলম। এরপর তার আইনজীবী মুনসুর আলী রিপনের মাধ্যমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন তিনি। আবেদনে চারজনকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে।

 

এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ১৩ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট