চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে বিলের পানিতে ডুবে পাইপ মিস্ত্রির মৃত্যু

বোয়ালখালী সংবাদদাতা

৬ আগস্ট, ২০২৩ | ১০:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে মিশু নন্দী (৩৩) নামে এক পাইপ মিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের বিলে এ ঘটনা ঘটে।

 

মৃত মিশু করলডেঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ানজী বাড়ির ধনা নন্দীর ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জনি চৌধুরী পূর্বকোণকে বলেন, মিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়রা জানান, গত দুইদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে এলাকার খাল-বিল। মিশু বাড়ির পাশে বিলটিতে ভাসাজাল বসিয়েছিল। দুপুরে জাল তুলতে বিলের গলা সমান পানিতে নেমে একপর্যায়ে তলিয়ে যায় মিশু।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট