চট্টগ্রামের বাঁশখালীতে অতিবৃষ্টির ফলে বাড়ির দেয়ালধসে পড়ে মো. মিজবাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মিজবাহ সাধনপুর ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও গ্রামের কৃষক রফিউল আলমের ছেলে।
শনিবার (৫ আগস্ট) রাতে সাধনপুর ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কেএম সালাহউদ্দিন কামাল পূর্বকোণকে বলেন, শনিবার সারারাত প্রচণ্ড বৃষ্টি হয়। এতে বাড়ির মাটির কাঁচা দেয়াল ভেঙে শিশুটির গায়ে পড়লে সে মারা যায়। নিহতের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।
বাঁশখালীর পুকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা. সৌরভ দাশ বলেন, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ