চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি টেম্পোর ধাক্কায় ৬৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে ২ নম্বর গেটের মেয়র গলি মুখে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি পূর্বকোণ অনলাইনকে নিশ্চিত করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দুই নম্বর গেট এলাকায় এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। পেছন থেকে টেম্পো ধাক্কা দিলে ওই পথচারী গুরুতর আহত হয়। তবে এখনো লোকটির নামপরিচয় জানা যায়নি। গাড়ির চালক আটক এবং গাড়িটি জব্দ করা হয়েছে।
বর্তমানে লোকটির মরদেহ চমেক হাসপাতালের ৫ তলার ২৮ নাম্বার ওয়ার্ডে আছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ