চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বান্দরবানে মানিলন্ডারিং বিষয়ক কর্মশালা

বান্দরবান সংবাদদাতা

৫ আগস্ট, ২০২৩ | ৫:৪৩ অপরাহ্ণ

সন্ত্রাস-জঙ্গিবাদে অর্থায়ন ও অর্থপাচার বন্ধ করতে ব্যাংকগুলোকে আরো বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কর্মকর্তারা।

 

শনিবার (৫ আগস্ট) বান্দরবানে পূবালী ব্যাংকের উদ্যোগে আয়োজিত মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক দিনব্যাপি আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় কর্মকর্তারা এ আহ্বান জানান।

 

বান্দরবান শহরের হোটেল ডি মোর এর সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএফআই ইউ’র পরিচালক মো. আরিরুজ্জামান। পূবালী ব্যাংকের চট্টগ্রামের প্রধান কর্মকর্তা মো. আবিদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাত হোসেন, বিএফআইইউ’র সহকারী পরিচালক মো. মহসিন হোসেন, পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা শ্যামসুন্দর বনিক, মোক্ষ আলতাব হোসেন, বিএফআইইউ’র কর্মকর্তা তরুণ তপন ত্রিপুরা ও মো. রোকনুজ্জামান। কর্মশালায় বান্দরবান ও রাঙামাটি জেলার ২০টি ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/মিনার/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট