চট্টগ্রাম মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪

‘বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে হত্যা করায় তাঁর দেহাবসান হয়েছে, অবসান হয়নি চিন্তা আদর্শ চেতনা’

নিজস্ব প্রতিবেদক

৫ আগস্ট, ২০২৩ | ১১:৩০ পূর্বাহ্ণ

‘একজন মানুষও কখনো হয়ে যায়, অতুলন মহার্ঘ প্রতীক। তখন আমরা সবাই তাকে পতাকার মত ওড়াই।’ হাসান হাফিজুর রহমানের ‘একান্ত মানচিত্র বাংলার’ শিরোনামে এই কবিতাটি ১৯৭২ সালের ১১ জানুয়ারি পত্রিকায় প্রকাশিত হয়। অগণন স্বপ্ন নিয়ে, সাহসে বলীয়ান হয়ে বাংলাদেশ নামে রাষ্ট্রটি জন্ম দিয়েছিলেন যে শেখ মুজিবুর রহমান, তাঁকে মাত্র চার বছরের মাথায় হত্যা করা হয়।

 

বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যায় না উল্লেখ করে অধ্যাপক ও গবেষক রতন সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে হত্যা করা হয়েছে। এতে তাঁর দেহাবসান হয়েছে। চিন্তা আদর্শ চেতনা অবসান হয়নি। সেটি বরং অনেক বেশি কার্যকর আমাদের বর্তমান সমাজ বাস্তবতায়।’

 

সেটা ঘাতকেরা করতে চেয়েছিল, সেজন্য অনেক ধরনের ষড়যন্ত্র করেছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তারপরেও পারেনি। কারণ যা ধ্রুব, যা নিত্য তা অনিবার্যভাবে প্রকাশিত হবেই। সূর্য আড়াল করে রাখা যায়, কিন্তু আড়ালে রাখা চিরকাল সম্ভব না। বঙ্গবন্ধুর আদর্শের ও রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ও বলিষ্ঠ নেতৃত্ব সেই সূর্য বের করে আনতে পেরেছেন।’

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট