ভারী বর্ষণে সাঙ্গু নদীর পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলার দর্শনীয় স্থানগুলো ভ্রমণে পর্যটকদের প্রশাসনের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল নৌ পথের চলাচল ও পর্যটকদের জন্য এই নিরুৎসাহি বলবৎ থাকবে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর এই তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে তিনি বলেন, চারদিনের টানা বর্ষণে সাঙ্গু নদীতে পানি অস্বাভাবিক পরিমাণে বেড়ে যাওয়ায় নৌপথে থানচির পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণে পর্যটকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হতে পারে। এছাড়াও নদীতে পানি বেশি হওয়ার স্থানীয়রাও নৌ পথে যাতায়াত বন্ধ রেখেছেন। ফলে সেখানে পর্যটকরা ঘুরতে আসলেও পাওয়া যাবে না কোনো নৌকা। বন্যা ও বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক হলে খুলে দেয়া হবে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবছরই থানচির রেমাক্রি ও তিন্দু ইউনিয়নের নাফাখুম, তাজিংডং, বড় পাথর, ছোটপাথর এবং আন্ধারমানিক ভ্রমণে শত শত পর্যটক আসেন।
পূর্বকোণ/অনুপম/জেইউ/এএইচ