চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি ৬ বছর পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৪ আগস্ট, ২০২৩ | ২:২৬ অপরাহ্ণ

ফটিকছড়ির ভূজপুর থানার শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইউসুফ সর্দারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। দীর্ঘ ৬ বছর পর নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২ আগস্ট) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশিমপুর এলাকা থেকে ইউসুফ সর্দারকে গ্রেপ্তার করা করলেও শুক্রবার (৪ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য দেওয়া হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, মামলার বাদী হালিমা বেগম এবং আসামি মো. ইউসুফ সর্দার (৬০) প্রতিবেশী। হালিমা বেগম ২০১৬ সালের ৩১ ডিসেম্বর স্বামী ও তিন সন্তানকে বাড়িতে রেখে তার বাবার বাড়ি বেড়াতে যান। ২০১৭ সালের ১ জানুয়ারি বিকালে হালিমা বেগমের ৪র্থ শ্রেণি পড়ুয়া মেয়ে প্রতিবেশি মো. ইউসুফ সর্দারের বাড়িতে আমলকি কুড়াতে যায়।

প্রতিবেশি মো. ইউসুফ সর্দার তাকে আমলকি দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানায় সে। তাকে প্রথমে ভূজপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, পরে তার মা বাদী হয়ে আসামি মো. ইউসুফ সর্দারের বিরুদ্ধে ভূজপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে মো. ইউসুফ গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। মো. ইউসুফ সর্দারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট