ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় নাহিদ হোসেন শাওন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শাওন উপজেলার ১৬ নম্বর শাহেরখালী ইউনিয়ন এলাকার বাসিন্দা।
শুক্রবার (৪ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার জানান, বিষয়টি শুনেছি। আমরা খোঁজ খবর নিচ্ছি।
শাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শাওন শাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল মিশুর ছোট ভাই। তিনি মিরসরাইয়ের বাদামতলী এলাকায় বাইক দুর্ঘটনায় নিহত হন।
পূর্বকোণ/এসি