চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

চরতি ইউপি চেয়ারম্যান রুহুল্লাহর বরখাস্তের আদেশ প্রত্যাহার

সাতকানিয়া সংবাদদাতা

৩ আগস্ট, ২০২৩ | ৯:৪৬ অপরাহ্ণ

সাতকানিয়ার চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি–১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। ইউপি চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরী তার কৃতকর্মের জন্য ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সুপারিশের পরিপ্রেক্ষিতে পূর্বের জারিকৃত বরখাস্তের আদেশ প্রত্যাহার করার বিষয়টি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের আদেশ পালন না করাসহ বিভিন্ন অভিযোগে চরতি ইউপি চেয়ারম্যানকে যে সাময়িক বহিষ্কার করা হয়েছিল সেটি জেলা প্রশাসক প্রত্যাহার করেছেন। এখন চরতী ইউনিয়ন পরিষদে কার্যকম পরিচালনায় রুহুল্লাহ চৌধুরীর কোন বাধা নেই।

পূর্বকোণ/মুন্না/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট