চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

উখিয়ায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্রসহ আটক ৩

উখিয়া সংবাদদাতা

৩ আগস্ট, ২০২৩ | ৭:৪৫ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের সঙ্গে এপিবিএন পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি, কার্তুজসহ ৩ জন আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোরে ক্যাম্প-৭’র জি ব্লক ও ক্যাম্প-৬ এর ডি ব্লকের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা হল- ৬ নম্বর ক্যাম্পের সি-ব্লকের সোলাইমানের ছেলে আবুল হাসেম (৩০), ৭ নম্বর ক্যাম্পের জি-ব্লকের আব্দুস শরীফের ছেলে মো. রুহুল আমিন (২৩) ও ৫ নম্বর ক্যম্পের সি-ব্লকের আব্দুল মাজেদের ছেলে মো. কামরুল হাসান (২২)।

১৪ এপিবিএনের অধিনায়ক সৈয়দ হারুনুর রশীদ বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার ভোরে অভিযান পরিচালনা করার সময় আরসা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে জানমাল রক্ষার্থে পুলিশও গুলি করে। এক পর্যায়ে তাদের ধাওয়া করে ৩ জন আরসার সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি ও তিনটি গুলির খোসা (কার্তুজ) ও একটি রড উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। ঘটনাস্থল এলাকায় পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে।

পূর্বকোণ/কায়সার/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট