মাত্র চারমাসের অপেক্ষা শেষে দীর্ঘ সাত বছরের সাজা শেষ। এরপরই সংশোধনমূলক জেল থেকে মুক্তি পেতেন যুক্তরাষ্ট্রের মিসিসিপির ২১ বছর বয়সী এক যুবক।
তবে সেই চারমাস অপেক্ষা না করেই জেল থেকে পালিয়েছিলেন ওই যুবক। আর জেল পালানোর অপরাধে এবার তাকে দেওয়া হয়েছে আরও ৪০ বছরের সাজা। মানে এখন জীবনের বেশিরভাগ সময় তাকে জেলেই কাটাতে হবে।
সংবাদমাধ্যম স্কাই নিউজ বুধবার (২ আগস্ট) জানিয়েছে, সানেকদ্রিক হাফম্যান নামের ওই যুবক ২০২২ সালের ২ আগস্ট মিসিসিপি সংশোধন কেন্দ্র (জেল) থেকে পালিয়ে যান। এরপর তিনি জেলের কাছের একটি বাড়িতে গিয়ে তিন ব্যক্তিকে বন্দুকের মুখে কয়েক ঘণ্টা জিম্মি করে রাখেন। পরে এক জিম্মির গাড়ি চুরি করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে ওই গাড়িটি আবার দুর্ঘটনার কবলে পড়ে।
জেলে থেকে পালানোর পরই তাকে খুঁজতে অভিযান শুরু করে কর্তৃপক্ষ। কয়েক ঘণ্টা পর মিসিসিপির হোয়াইটফিল্ডের রাজ্য হাসপাতালের ময়লার বিনের ভেতর তাকে খুঁজে পান তারা। হাসপাতালটি জেল থেকে মাত্র ৩ দশমিক ২ কিলোমিটার দূরে অবস্থিত।
জেল পালানো ওই যুবককে কিশোর অবস্থায় আটক করা হয়েছিল। তিনি সাত বছরের সাজা ভোগ করছিলেন। সাজা শেষে ২০২২ সালের ডিসেম্বরে তার মুক্তি পাওয়ার কথা ছিল। মুক্তি থেকে মাত্র চারমাস দূরে ছিলেন তিনি। তবে এই এ সময়ে তিনি কেন পালানোর চেষ্টা করলেন তার কারণ জানা যায়নি।
সূত্র : স্কাই নিউজ
পূর্বকোণ/মাহমুদ