চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বুয়েটের সেই ২৪ শিক্ষার্থীসহ ৩২ জন কারামুক্ত

অনলাইন ডেস্ক

২ আগস্ট, ২০২৩ | ১১:৪৬ অপরাহ্ণ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ জন শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩৪ জনের মধ্যে ৩২ জন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে তাঁরা একে একে কারাগার থেকে বেরিয়ে আসেন। কারাফটকে তখন তাঁদের অভিভাবকেরা দাঁড়িয়ে ছিলেন। কারা কর্তৃপক্ষ অভিভাবকদের কাছে তাঁদের বুঝিয়ে দেয়।

এর আগে বেলা একটায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে ৩৪ জনের জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক ৩৪ জনের মধ্যে ৩২ জনের জামিন মঞ্জুর করেন। অন্য দুজন শিশু হওয়ায় তাদের জামিন আবেদনের নথি শিশু আদালতে পাঠানোর কথা বলেন আদালত।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তৈয়বুর রহমানসহ কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নেন। আইনজীবী তৈয়বুর রহমান বলেন, পুলিশ রিমান্ডের আবেদন করেছিল। আদালত সব শুনে ৩২ জনের জামিন মঞ্জুর করেন। দুই শিশুর জামিন শুনানির বিষয়ে তিনি বলেন, শিশু আদালতে নথি পৌঁছাতে দেরি হওয়ায় শুনানি হয়নি। কাল (বৃহস্পতিবার) হবে।

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট