চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে রিমান্ডে দিয়েছেন আদালত। বুধবার (২ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৮ জুলাই নগরীর চৌমুহনী মোড়ে পুলিশের সঙ্গে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
মামলায় রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন : আকিফ ইবনে ইউনুস, মারুফ প্রকাশ গোফরান, ফরহাদ রেজা, জাহিদুল ইসলাম, মো. সাগর, সাজিদুর রহমান, মিজানুর রহমান, আবু ইউসুফ, মো. ইব্রাহিম, মো. হাসান, আবু হুজাইফা, নুর নবী, লোকমান হোসেন, মিজানুর রহমান ও ফেরদৌস আহমেদ।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান বলেন, পুলিশের সংঘর্ষের ঘটনায় ডবলমুরিং থানার এক মামলায় গ্রেপ্তার জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে ১৫ জন আসামিকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরীক্ষার্থী হওয়ায় আদালত এক জন আসামির রিমান্ড নামঞ্জুর করেছেন।
সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই শুক্রবার জুমার নামাজের পর নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে মিছিল বের করেন জামায়াত। পরে মিছিলটি চৌমুহনী মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা। তবে পুলিশি অ্যাকশনে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ২১ জনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। পরে যাচাই-বাছাই করে পুলিশের দায়ের করা মামলায় ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ