চট্টগ্রাম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যা: সেই চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২ আগস্ট, ২০২৩ | ১২:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি চালক সাইফুল আলম চৌধুরীকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

গ্রেপ্তার সাইফুল আলম চৌধুরী মিরসরাইয়ের মধ্যম সাহেল খালীর মো. তাজুল ইসলামের ছেলে।

 

সোমবার (৩১ জুলাই) মিরসরাই থানাধীন মিঠাছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি জানান, ২০১৮ সালে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে হত্যা এবং আহত করার মামলায় চালক সাইফুল আলম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলার পর থেকে আসামি পলাতক ছিল। দীর্ঘদিন পলাতক থাকায় আসামির অনুপস্থিতে আদালত এ মামলায় চালক সাইফুল আলম চৌধুরীর বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

 

তিনি আরও বলেন, গত সোমবার এ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুলকে মিঠাছড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে সাইফুল ৫ বছর ধরে দেশের বিভিন্নস্থানে আত্মগোপন করে ছিল। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট