চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে ১২ বিএনপি নেতাকর্মীকে যুবলীগ নেতার মামলা, অজ্ঞাত ১৬০

বোয়ালখালী সংবাদদাতা

১ আগস্ট, ২০২৩ | ১০:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে ১২ বিএনপি নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৪০/১৬০ জনকে।

 

সোমবার (৩১ জুলাই) রাতে মামলাটি দায়ের করেন উপজেলার শাকপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর।

 

মামলার এজাহারে বলা হয়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিএনপির নেতাকর্মীরা শাকপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শহীদ সুবল সড়কে মামলার বাদী যুবলীগ নেতা এসএম জাহাঙ্গীরকে মারধর করেন। এ সময় তারা গাড়িও ভাঙচুর করে। এতে এলাকাবাসী এগিয়ে আসলে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

 

মামলার এজাহার নামীয় আসামিরা হল, ইউছুপ চৌধুরী, মো.মহসীন খোকন, লোকমান হোসেন, আকরাম হোসেন দুলাল, জসিম উদ্দিন, মো.রিয়াদুল ইসলাম, আজম খান, শাহাদত হোসেন সাদ্দাম, মো.ডালিম, শওকত আলী, নজরুল ইসলাম ও রুকসার। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪টি ধারার পেনাল কোডসহ বিস্ফোরকদ্রব্য আইনের ৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, বাদীর লিখিত এজাহার পেয়ে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট