চট্টগ্রাম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

মশার লার্ভা পাওয়ায় ৬ ভবনমালিককে জরিমানা

অনলাইন ডেস্ক

১ আগস্ট, ২০২৩ | ৯:০৮ অপরাহ্ণ

এডিস মশার লার্ভা পাওয়ায় ছয় ভবনের মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ আগস্ট) পাঁচলাইশ আবাসিক এলাকায় এই অভিযান পরিচালনা করেন চসিকের শিক্ষা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা।

অভিযানে নির্মাণাধীন ভবনের নিচে, ফুলের টব, ড্রাম ও ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা থাকায় ৬ ভবন মালিকের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় এডিস মশা প্রতিরোধে জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণের পাশাপাশি মশানিধনে ওষুধ স্প্রে করা হয়। অভিযানে চসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা দেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট