চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

রাউজান পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা

রাউজান সংবাদদাতা

৩১ জুলাই, ২০২৩ | ৯:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবার মোট বাজেট ধরা হয়েছে ১০৯ কোটি ১৩ লাখ ৪৬ টাকা।

সোমবার (৩১ জুলাই) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

 

এরপর ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত ও ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সারাদেশের মধ্যে ২টির একটি (রাউজান পৌরসভা) হিসেবে নেদারল্যান্ডের পাইলট প্রজেক্টে অর্ন্তভুক্ত হওয়ায় এবারের বাজেটের আকার বড় হয়েছে বলে জানানো হয়েছে।

 

এবারের বাজেটে পৌরসভার নিজস্ব রাজস্ব আয় ধরা হয়েছে ১১ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২৭১ টাকা। সরকার কর্তৃক উন্নয়ন সহায়তা মঞ্জুরি, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, ইউজিআইআইপি/গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো/কোভিড-১৯ (এলজিসিআরআরপি)সহ অন্যান্য প্রকল্পে মঞ্জুরি ধরা হয়েছে ৯৬ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ৭৪৩ টাকা। মূলধন হিসাবে আয় ধরা হয়েছে ১ কোটি ৩৯ লাখ ৯১ হাজার ৩২ টাকা। মোট আয় ধরা হয়েছে ১০৯ কোটি ১৩ লাখ ৪৬ টাকা।

 

ব্যয়ের খাতে পৌরসভার নিজস্ব রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৪৩ লাখ ২০ হাজার টাকা। ইউজিআইআইপি/গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো/জলবায়ু পরিবর্তন ট্রাস্টসহ উন্নয়নমূলক প্রকল্প বাবদ ব্যয় ধরা হয়েছে ৯১ কোটি ৬ লাখ টাকা। মূলধন হিসাবে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫ লাখ ৫২ হাজার ৩২০ টাকা। সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৯৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৩২০ টাকা। প্রারম্ভিক জের ধরা হয়েছে ৪ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৪৬ টাকা।

 

বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যানেল মেয়র বশির উদ্দিন খান। পৌরসভার নির্বাহী কর্মকর্তা অনিল চন্দ্র ত্রিপুরা ও আরফানুল ইসলাম আবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বাহাদুর, ২য় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশগুপ্ত, কাউন্সিলর কাজী মো. ইকবাল, আলমগীর আলী, দীলিপ কুমার চৌধুরী, জসিম উদ্দীন চৌধুরী, আজাদ হোসেন, নাছিমা আকতার, জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা বেগম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাকুর মিয়া, সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, উপ সহকারী প্রকৌশলী রাকিব উদ্দিন, প্রধান সহকারী সুমন কুমার বড়ুয়া, অধ্যক্ষ হাফেজ আবু জাফর ছিদ্দিকী, শ্রমিক নেতা মো. ইউনুছ, মো. খোরশেদ, ছৈয়দ মো. কামাল উদ্দিন, তসলিম উদ্দিন, ওসমান গণি রানা, কানু মজুমদার, আবদুল্লাহ আল মতিন, প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন, মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, অধ্যক্ষ আবদুল মান্নান চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, বর্তমান সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ, কর্মকর্তা রবিউল হোসেন রবি, ব্যবসায়ী সাদিকুজ্জামান শফি, মো. এরশাদ, নৃপতি চৌধুরী। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাধন পালিত, হাসান মো. রাসেল, ব্যাংকার মো. এজাজ আহমেদ, মো. আলমগীর, অনুপ চক্রবর্তি, ছাবের হোসেন, আবুল হোছাইন বাবু, মো. বেলাল, মিজানুর রহমান, নকীব সিদ্দিকী, নাছির উদ্দিন, তৌহিদুল ইসলাম প্রমুখ। কোরআন তেলোয়াত করেন খতিব মাওলানা এম. এ মতিন।

 

অনুষ্ঠানে ফজলে করিম এমপি বলেন, রাউজান পৌরসভা একজন যোগ্য মেয়র পেয়েছে। সে কারণে পৌরসভা এখন সুন্দর-পরিচ্ছন্ন পৌরসভায় রূপ নিচ্ছে।’

 

মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, এ বাজেট বড় হলেও এটি বাস্তবায়নযোগ্য বাজেট। কারণ এ পৌরসভা নেদারল্যান্ডের পাইলট প্রজেক্টে ঢুকেছে। এ প্রজেক্টের মাধ্যমে সকল কাজ করা হবে। ভবিষ্যতে আর কোন কাজই করার জন্য থাকবে না।

 

তিনি বলেন, আমি শাসক নই, সেবক হিসেবে পৌরবাসীর জন্য কাজ করছি।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট