চট্টগ্রামের বোয়ালখালী গোমদণ্ডী রেলওয়ে স্টেশনে মাদল মালী নামে রেলওয়ে কর্মচারীকে মারধর করেছেন একই স্টেশনের সহকারী স্টেশন মাস্টার বিশ্বজিত চক্রবর্তী।
রবিবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার গোমদণ্ডী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আহত মাদল মালীকে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন তার ভাতিজা সঞ্জয়। মাদল মালী রেলওয়ে কর্মচারী। তিনি অবসরের পর গোমদণ্ডী স্টেশনে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার অনুপম দে বলেন, সহকারী স্টেশন মাস্টার বিশ্বজিতের মাথা খারাপ। তার ভয়ে আমি নিজেও তটস্থ থাকি। কখন কার ওপর চড়াও হন বোঝা মুশকিল। মাদলকে মারধরের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এর আগেও একাধিক জনকে মারধর করেছে সে। এ কারণে পাগলা মাস্টার হিসেবে পরিচিত।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশনে সহকারী স্টেশন মাস্টার হিসেবে দুইবছর আগে যোগ দেন বিশ্বজিত। পরিবার নিয়ে স্টেশনের পাশে ভাড়া বাসায় থাকেন তিনি।
পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ