চলতি মাসের প্রথম ২৮ দিনে ১৭৪ কোটি ৯২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় (প্রতি ১ ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসাবে) যা দাঁড়ায় ১৮ হাজার ৯৭৯ কোটি টাকা। এ হিসাবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ২৫ লাখ ডলার।
রবিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ বিষয়ে জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২৮ দিনে দেশে এসেছে ১৭৪ কোটি ৯২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
এরমধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪৭ কোটি ৬ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ ২০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, জুলাই মাসের ২২ থেকে ২৮ তারিখের মধ্যে ৩২ কোটি ২৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এছাড়া ১৫ থেকে ২১ জুলাই দেশে এসেছে ৪৩ কোটি ৭ লাখ ৫০ হাজার ডলার। চলতি মাসের প্রথম ১৪ দিনে ৯৯ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আর জুলাই মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছিল ৪৬ কোটি ৫৬ লাখ ডলার।
পূর্বকোণ/জেইউ/পারভেজ