চট্টগ্রামের সীতাকুণ্ডে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২২ জানিয়েছে পুলিশ।
রবিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার বার আউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে পুলিশ বলেছ- হাত-পা বেঁধে ওই যুবককে হত্যা করা হয়েছে।
সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ বলেন, মহাসড়কের পাশে এক যুবকের লাশ পড়ে থাকার খবর পেয়ে আমি এসে লাশটি উদ্ধার করি। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স আনুমানিক ২২।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ওই যুবককে হাত-পা বেঁধে, ঘাড় ভেঙে হত্যা করা হয়েছে। আমরা পরিচয় জানার চেষ্টা করছি। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।
পূর্বকোণ/পিআর/এএইচ