চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফ সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ

টেকনাফ সংবাদদাতা

৩০ জুলাই, ২০২৩ | ১:০৫ অপরাহ্ণ

টেকনাফ শামলাপুর সৈকত থেকে অজ্ঞাতনামা একব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলা শামলাপুর ইউনিয়নের শিলখালী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ।

 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রাতে জোয়ারের পানিতে মরদেহটি ভেসে এসেছে। এরপর স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে আমাদের একটি টিম গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরনে একটি কালো প্যান্ট ছিল। মৃত ব্যক্তির শরীরে পচন ধরায় পরিচয় শনাক্ত করা যায় নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট