চট্টগ্রাম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

রাশিয়া শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেনি : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই, ২০২৩ | ১২:০৪ অপরাহ্ণ

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা রাশিয়া প্রত্যাখ্যান করে নি বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান নেতাদের সাথে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তাসংস্থা রয়টার্স।

এ সময় তিনি বলেন, যে আফ্রিকা ও চীনের উদ্যোগ ইউক্রেনে শান্তির ভিত্তি হতে পারে তবে ইউক্রেনের হামলা এই উদ্যোগকে কঠিন করে তুলেছে। ইউক্রেনের সেনাবাহিনী যখন আক্রমণ চালাচ্ছে তখন যুদ্ধবিরতি বাস্তবায়ন করা কঠিন বলে জানান তিনি।

শনিবার গভীর রাতে সম্মেলনে পুতিন আরও জানান, আপাতত ইউক্রেনের সম্মুখভাগে কঠোর পদক্ষেপ নেওয়ার কোনও পরিকল্পনা নেই রাশিয়ার। চলতি মাসের শুরুতে ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের কারণে ইউক্রেনে কিছু “প্রতিরোধমূলক হামলা” চালিয়েছিল মস্কো।

এ সময় কিছু লোক দেশের ভেতর থেকেই রাশিয়ার ক্ষতি করছে বলে দাবি জানান রুশ প্রেসিডেন্ট।

শান্তি আলোচনার বিষয়ে ইউক্রেন ও রাশিয়া দুই দেশই জানিয়েছে, কিছু পূর্বশর্ত ছাড়া আলোচনার টেবিলে আসবে না তারা। ইউক্রেন চায় ১৯৯১ সালে তার সীমানা যেমন ছিল সেটাই পুনঃস্থাপিত হোক। তবে ইউক্রেনের এই দাবির গভীরভাবে বিরোধী রাশিয়া।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট