কক্সবাজারের টেকনাফ শীলবুনিয়াপাড়া এলাকা থেকে ৪০ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এ সময় ৪টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন ও ১৩টি সিম কার্ড জব্দ করা হয়।
আজ শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, টেকনাফের উত্তর নাজিরপাড়া গ্রামের শামছুল আলমের ছেলে সৈয়দ আলম (৩৩), শীলবুনিয়া পাড়া গ্রামের মৃত নাজির আহমদের ছেলে সৈয়দ আহমদ (৩৪), নাজিরপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে নূরে আলম (৩২) ও একই গ্রামের মো. ইসহাকের ছেলে মো. ইসমাইল (২২)।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ