আওয়ামী লীগের আশঙ্কাই সত্যি হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির এক দফা আন্দোলন অগ্নিসন্ত্রাস। শুক্রবার তারা তাণ্ডব করতে চেয়েছিল, তবে আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে তারা কিছু করতে পারেনি। কিন্তু পরের দিন তারা জ্বালাও-পোড়াও সেই আগের চেহারায় হাজির হয়েছে।
শনিবার (২৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভায় এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, ‘বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। ২০১৩, ১৪, ১৫ সালের পুনরাবৃত্তি শুরু হয়ে গেছে। এ অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ থাকতে পারে না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি চুপ থাকতে পারে না। বিএনপি বলে তাদের বাধা দেয়া হচ্ছে, ঢাকা শহরে ঢোকার রাস্তা বন্ধ করে দেবে। এটা কি তারেক রহমানের বাপের সম্পত্তি।’
শনিবার দুপুর ১২টার দিকে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। তারা পুলিশ ভ্যান ভাঙচুর ও আগুন দিয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তার পাশে থাকা অনেক গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে। মোট ৭টি বাসে হামলা ও অগ্নিসংযোগ করেছে। হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলেও জানান তিনি।
পূর্বকোণ/জেইউ/পারভেজ