চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পুকুরে মুখ ধুতে নেমে ডুবে মৃত্যু শিশু আদিলের

কুতুবদিয়া সংবাদদাতা

২৮ জুলাই, ২০২৩ | ১০:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পুকুরে ডুবে মো. আদিল নামে সাড়ে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মনছুর আলী হাজির পাড়ায় এ ঘটনা ঘটে।

 

নিহত মো. আদিল ওই এলাকার হারুনুর রশিদের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য বাড়ির সামনের পুকুরে নামে আদিল। দীর্ঘসময় বাড়িতে ফিরে না আসায় এদিক ওদিক খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত বলে ঘোষণা করেন।

 

ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য একা পুকুরে নামার সময় পাকা সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যায় আদিল। সাঁতার না জানায় পুকুর থেকে আর সিঁড়িতে উঠতে পারেনি এমন ধারণা স্বজনদের।

 

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি পূর্বকোণকে পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

পূর্বকোণ/হাসান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট