চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে অস্ত্রসহ সন্ত্রাসী ধরা

বাঁশখালী সংবাদদাতা

২৮ জুলাই, ২০২৩ | ৩:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়ায় একটি চা দোকান থেকে অস্ত্রসহ সন্ত্রাসী আবুল কাশেমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কাশেম কাথরিয়া ৫ নম্বর ওয়ার্ডের গুণের বাপের বাড়ির নুরুল আলমের ছেলে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসী আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

পূর্বকোণ/অনুপম/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট