চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

স্বপ্নের ঘর নির্মাণের জন্য চট্টগ্রামে এসে প্রাণ গেল ওমান প্রবাসীর

রাউজান সংবাদদাতা

২৭ জুলাই, ২০২৩ | ১১:৩৬ অপরাহ্ণ

ওমান থেকে এসে পাকা ঘর নির্মাণ করছিলেন। আগামী ১৯ আগস্ট ওমানে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু আর নিজ কর্মস্থলে ফেরা হলো না রাউজানের প্রবাসী যুবক আবদুল্লাহ রহিম সাজ্জাদের (২৪)। সেই স্বপ্নের নির্মাণাধীন ঘরে জমে যাওয়া পানি সরাতে বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হল তার।

 

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মানছিপাড়ায় ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী।

 

নিহত আবদুল্লাহ রহিম সাজ্জাদ ওই এলাকার প্রবাসী আবদুল কুদ্দুস কাজলের ছেলে।

 

প্রতিবেশী মো. সাব্বিরসহ স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে নির্মাণাধীন ভবনে জমে যাওয়া বৃষ্টির পানি সরানোর জন্য বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গেলে সাজ্জাদ বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর গুরুতর আহতবস্থায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

জানা যায়, সাজ্জাদ ওমানে একটি ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ঘর নির্মাণের জন্য গত রমজানে দেশে আসেন। আগামী ১৯ আগস্ট ওমানে ফিরে যাওয়ার কথা ছিল। নিহত সাজ্জাদ পরিবারের তিন ভাইয়ের মধ্যে মেঝ ছিলেন।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট