চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

তিনবার পরীক্ষা দিয়ে ফেল, তবুও ফরম পূরণের দাবিতে সড়ক অবরোধ

বোয়ালখালী সংবাদদাতা

২৭ জুলাই, ২০২৩ | ৯:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ না পেয়ে সড়ক অবরোধ করেছে শাকপুরা হাজী মো. নুরুল হক ডিগ্রি কলেজের একদল শিক্ষার্থী।

 

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে কলেজের সামনে আরকান সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজট। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দিলে প্রায় ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

জানা গেছে, শাকপুরা হাজী মো. নুরুল হক ডিগ্রি কলেজে এবারের এইচএসসি পরীক্ষার্থী রয়েছে ৩৮৮ জন। তবে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ৭০ জন শিক্ষার্থীকে ফরম পূরণের সুযোগ দিচ্ছেন না কলেজ কর্তৃপক্ষ।

 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আকতার বলেন, তিনটি বিষয়ে তিনবার পরীক্ষা নিলেও তারা কৃতকার্য হয়নি। তাই ফরম পূরণের সুযোগ দেওয়া যাচ্ছে না তাদের। তারা পড়াশোনায় মনোনিবেশ করলে আগামীবার নিশ্চয় পরীক্ষায় বসার সুযোগ পাবে।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট