চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

‘গণমাধ্যমকর্মীদের কারণে অভ্যন্তরীণ বিষয়ে রাষ্ট্রদূতরা মাতব্বরি করে’

অনলাইন ডেস্ক

২৭ জুলাই, ২০২৩ | ৮:৩৫ অপরাহ্ণ

সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গণমাধ্যমের ওপর বিরক্তি প্রকাশ করে তিনি বলেছেন, ‘আপনারা সবসময় ময়লা খোঁজেন কেন? আপনাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। আপনারা ভালো জিনিস দেখবেন। আপনাদের কারণেই বিদেশি রাষ্ট্রদূতরা এক্সট্রা অ্যাকটিভ। অ্যাকটিভ রাষ্ট্রদূতগুলো বিভিন্ন রকম অভ্যন্তরীণ বিষয়ে মাতব্বরি করে। এটি আপনাদের কারণে এবং এটি একটি সংস্কৃতি তৈরি হয়েছে অনেকদিন ধরে। এটি বন্ধ হওয়া উচিত।’

বৃহস্পতিবার (২৭ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ এগিয়ে চলেছে’ শীর্ষক এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

হিরো আলমকে নিয়ে যে ১৩ রাষ্ট্রদূত বিবৃতি দিয়েছিলেন – তার মধ্যে ইতালিও আছে এবং এ বিষয়ে সরকার তার অসন্তোষের কথা সবাইকে জানিয়েছে। রোমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময়ে ইতালির রাষ্ট্রদূত কেন বিবৃতিতে অংশ নিলেন– এ বিষয়টি উত্থাপন করা হয়েছিল কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা সেখানে এটি বলিনি। একটা ভদ্রতা জ্ঞান আছে। আপনি ময়লা নিয়ে আলাপ করবেন কেন?’
পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট