চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দীতে সমাবেশ চেয়ে ডিএমপি কমিশনারকে বিএনপির চিঠি

অনলাইন ডেস্ক

২৭ জুলাই, ২০২৩ | ১২:১০ পূর্বাহ্ণ

নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির জন্য নতুন করে ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি। বুধবার (২৬ জুলাই) ডিএমপি কমিশনার তাদের গোলাপবাগ মাঠে সমাবেশ করার জন্য পরামর্শ দেন। তবে বিএনপি সেখানে সমাবেশের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। দলটি ছুটির দিন হলেও নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দীতে অনুমতি চায়।

উল্লেখ্য, গত ২২ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছিলেন ২৭ জুলাই বৃহস্পতিবার ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। ওই ঘোষণার পর একই দিন শান্তি সমাবেশ করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। এরপর থেকে দল দুটির সমাবেশ নিয়ে নেতাকর্মীরা নানা বক্তব্য-বিবৃতি দেন, সারা দেশে তৈরি হয় রাজনৈতিক উত্তাপ।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট