নয়াপল্টন, সোহরাওয়ার্দী বা গোলাপবাগ যেখানেই মহাসমাবেশ করুক, বিএনপিকে নতুন করে অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বুধবার (২৬ জুলাই) রাতে তিনি এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ডিএমপির অনুমোদন ছাড়া কোথাও সমাবেশ করা যাবে না। তবে ছুটির দিনেও চ্যালেঞ্জ থাকতে পারে। তাছাড়া মহররমের একটি বিষয় রয়েছে। তাই পরিবেশ-পরিস্থিতি বুঝে আবেদনের পর সিদ্ধান্ত জানানো হবে।
এরআগে, পল্টনের সড়ক এবং সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছিল বিএনপি। তবে ডিএমপির পক্ষ থেকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার জন্য বিএনপিকে পরামর্শ দেয়া হয়। দিনভর নাটকীয়তা শেষে রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার পল্টনে সমাবেশের ঘোষণা দেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ