ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি না দেয়ায় আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলার মাঠে সমাবেশ করবে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবকলীগ।
প্রথমে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন শান্তি সমাবেশের অনুমতি চেয়েও পায়নি। পরে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠকে সমাবেশের জন্য বেছে নিতে পরামর্শ দেয়া ডিএমপি।
কিন্তু এবার বাঁধ সাধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা জিমনেশিয়াম মাঠে সমাবেশের অনুমতি না দেওয়ায় এবার সিদ্ধান্ত হয়েছে পুরাতন বাণিজ্যমেলার মাঠে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগের এই তিন সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবকলীগ।
পূর্বকোণ/জেইউ/পারভেজ